ওষুধের দাম জানার সহজ উপায় শুধু একটি অ্যাপের মাধ্যমে

ঔষুধ দোকানে গেলে অনেকের প্রয়োজনীয় যে ঔষুধ লাগবে সেই ওষুধের নাম মনে আসে না। ঔষুধের নাম মনে আসলে ও ঔষুদের মূল্য জানা থাকে না। মাজে মাজে খুব একটি পরিস্হিতির সম্মুখীন হতে হয়। একক দোকানদার একক কম্পানির ঔষধ দিয়ে থাকে। কারো ঔষধ রোগ ভালো হয়ে যায়। আবার কারো ঔষধে রোগ ভালো হয় না। ওষুধের দাম জানার সহজ উপায় শুধু একটি অ্যাপের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন।

আবার একক দোকানদার একক রকম ঔষধের দাম রাখে। এতে দোকান দারদের প্রতি অনেকের রাগ ঘৃনা জন্মায়। তাই আজ আমি ঔষুধের দাম জানার সহজ উপায় নিয়ে লিখলাম। যাতে আপনি প্রয়োজনীয় ঔষধ নিতে গিয়ে সমস্যায় না পড়েন।

ঔষুধের দাম জানার উপায়

আমরা প্রায় সময় ঔষুধ দোকানে গিয়ে ঔষুধ এর দাম জিজ্ঞেস করি। এতে অনেক অসাধু দোকানদার ক্রেতাদের থেকে বেশি টাকা নিয়ে যায়। অথচ ক্রেতা জানতে চায় এতো টাকা কেনো? দোকানদার ক্রেতাকে বলে এইটা ভালো ঔষুধ, ভালে কম্পানির ঔষুদ বলে বুঝিয়ে দেয়। ক্রেতা কিছু না বলে ঔষুধ নিয়ে চলে যায়। তাই প্রত্যেক ক্রেতা যদি ঔষুধ এর দাম জানতো,তাহলে অনেক ভালো হতো। তাই মূলত আজকে আমি আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করবো। ওষুধের দাম জানার সহজ উপায় শুধু একটি অ্যাপের মাধ্যমে এই অ্যাপ আপনি বিভিন্ন ঔষুধের নাম ও দাম জানতে পারবেন।

কোন ঔষুধের দাম কত?

ঔষুধ দোকানদার ক্রেতাদের সাথে প্রতারনা করে থাকে

আমাদের সমাজের অনেক শিক্ষিত লোক আছে। তারা ও ঔষুধ এর নাম ও দাম জানে না। ঐ রকম শিক্ষিত লোকেরা প্রয়োজনীয় ঔষধ দোকান থেকে নিয়ে আসে। কিন্তু কখনো দাম ও নাম মনে রাখতে চায় না। তাই দোকানদার সুযোগ বুজে কমদামি ঔষুধ দিয়ে, বেশি টাকা নিয়ে যায়। অনেক সময় ক্রেতাদের খারাপ কম্পানির ঔষুধ দিয়ে থাকে। যা দোকান দারদের অনেক টাকা লাভ হয়ে থাকে। এতে অনেক গরীব লোক ও প্রতারণায় শিকার হয়। তাই অ্যাপটি ঐ রকম মানুষদের সাহায্য করবে আশা করি।

DIMS কোন ঔষুধের দাম কত অ্যাপ এর মাধ্যমে দেকে নিন

এই অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করে খুব সহজে ঔষুধের নাম ও দাম জানতে পারবেন। এই অ্যাপটির নাম হচ্ছে ডিআইএমএস (DIMS)। এই অ্যাপের মাধ্যমে খুব সহজে ঔষুধের দাম জানা যায়।

মেডিকেল নিউজ

DIMS এই অ্যাপের মাধ্যমে খুব সহজে মেডিকেল নিউজ পাওয়া যায়। আপনি বিভিন্ন সময় সময় বিভিন্ন মেডিকেল সংবাদ এই অ্যাপ থেকে সরাসরি পেয়ে যাবেন। এই স্বাস্থ্য বিষয়ক খবর গুলো আপনাকে খুবই সাহায্য করবে। আপনি এই গুলো পড়ে অনেক উপকৃত হতে পারেন।

ঔষুধ খাওয়ার সাধারণ নির্দেশনা

মাঝে মাঝে আমরা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে গেলে।ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষুদ সেবন করে থাকি। ঠিক তেমনি এই অ্যাপের মাধ্যমে কোন রোগের জন্য কোন ঔষধ খেতে হবে আপানি জানতে পারবেন। আরো জানতে পারবেন কোন কোন সময় খেতে হবে। মাঝে মাঝে ঔষুধ খাওয়ার নিয়ম ভূলে গেলে বা প্রেসক্রিপশন হারিয়ে পেললে চিন্তা করবেন না। আপনি খুব সহজে এই অ্যাপের মাধ্যমে জানতে পারবেন।

DIMS এর বিবারণ

এই অ্যাপটির মাধ্যমে ঔষুধের নাম সার্চ করার অপশন রয়েছে। যে কোনো ঔষুধের নাম,ব্রান্ডের নাম দিয়ে ও সার্চ করা যাবে। অ্যাপটি আরো রয়েছে ঔষুধের বিস্তারিত সব কিছু। ব্যবহারের নির্দেশিকা, ডোজ,পার্শ্ব প্রক্রিয়া, সতর্কতা। এছাড়া ও রয়েছে এফডি এ প্রেগনেন্সি ক্যাটেগরি,থেরাপি ক্লাস,প্যাক সাইজ এর দাম। এ ছাড়া ও এই অ্যাপের ইউজার ইন্টারফেস সুন্দর ও সহজ। এটি ডাউনলোড এর সংখ্যা প্রায় এক মিলিয়ন এর বেশি। তাই আপনি ও এই অ্যাপটি ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করতে এখানে ক্লিক করুন DIMS

DIMS এর বিবারণ

ডাক্তারের পরামর্শ

মাজে মাজে অনেকে হঠাৎ করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে। এতে অনেকে তারাতাড়ি ঔষুধ দোকানে নিয়ে যায়। তার পর দোকানদার রোগীর সমস্যার কথা শুনে,অনেক গুলো ঔষধ দিয়ে দেয়। ঔষুধ খাওয়ার পর রোগ ভালো হয় না। মনে রাখবেন সব ঔষধ দোকানদার কিন্তু ডাক্তার না। তারা বেশির ভাগই ঔষুধ বিক্রেতা। আপনি কোনো রোগে আক্রান্ত হলে, স্হানীয় হাসপাতালে বা সরকার স্বাস্থ সংস্থা যাবেন। ভালো ডাক্তার অনুযায়ী পরামর্শ নিবেন। এছাড়া রাত দিন ২৪ ঘন্টা ১৬২৬৩ এই নাম্বারে ফ্রিতে কল করে ডাক্তারি পরামর্শ নিতে পারেন।

আর দেরি না করে তারাতাড়ি এখনি অ্যাপটি ইন্সটল করুন। ইন্সটল করতে এখানে ক্লিক করুন DIMS অ্যাপ

Leave a Comment