প্রিয় শিক্ষার্থী আজ আমি তোমাদের জন্য নিয়ে এলাম, ৯ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্টের সমাধান। দেশের অনেক শিক্ষার্থী গুগলে বা ইউটুবে বাংলা এ্যাসাইনমেন্ট সমাধান খুঁজে থাকে। আজ আমার আর্টিকেলটি তাদের জন্য। যারা নবম শ্রেণিতে পড়া লেখা করে শুধু তাদের জন্য এই এ্যাসাইনমেন্টি। তাহলে জেনে নিন নবম শ্রেণির ১৬ তম সাপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট ।
৯ম শ্রেণির ১৬তম সাপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে অনেকে চিন্তিত থাকে। অনেকে সারাদিন গুগলে খুঁজে থাকে বাংলার সমাধান। কিন্তু সঠিক নিয়মে খুজে পায় না বাংলার সমাধান। চিন্তার কোনো কারণ নাই। আজ আমি নবম শ্রেণির ১৬ তম সাপ্তাহের বাংলা অ্যাসাইমেন্ট সঠিক নিয়ম লিখলাম।
এক নজরে সম্পূর্ণ পোস্ট
নবম শ্রেণির ১৬ তম সাপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট
প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা অবগত আছো যে, মাত্র কিছু দিন আগে সকল ধরনের স্কুল প্রতিষ্ঠান খোলা হয়েছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে প্রতিদিন ক্লাস হবে না। যারা এসএসসি এবং এইচএসসিতে আছে, মানে যারা ২০২১ এবং ২০২২ সালের পরীক্ষার্থী। তাদের সাপ্তাহের ৬ দিন ক্লাস হবে। বাকিদের ১ দিন অথবা ২ দিন করে ক্লাস হবে।
সেই অনুযায়ী সব ক্লাসে এ্যাসাইনমেন্ট চলতে থাকবে। তাই এ্যাসাইনমেন্টের প্রতি গুরুত্ব দিতে হবে। মনোযোগ সহ কারে বাংলা এ্যাসাইনমেন্ট লিখতে হবে।
তাহলে শুরু করা যাক ১৬ তম সাপ্তাহের বাংলা এ্যাসাইনমেন্টের সমাধান নবম শ্রেণির।
আরো পড়ুনঃ
হাতের লিখা সুন্দর করার নিয়ম
নবম শ্রেণির ১৬ তম সাপ্তাহের বাংলা এ্যাসাইনমেন্ট
৯ম শ্রেণির ১৬তম সাপ্তারে বাংলা এ্যাসাইমেন্টের প্রশ্ন। নিম্নে দেওয়া হলো।

শ্রেণি: নবম; বিভাগ: সকল; বিষয়: বাংলা; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫
শ্রেণি: নবম; বিভাগ: সকল; বিষয়: বাংলা; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫
অধ্যায়ের শিরােনাম
পরিচ্ছেদ- ১০
অ্যাসাইনমেন্ট: ছকে প্রদত্ত শব্দগুলাে বিশ্লেষণ কর এবং কী উপায়ে তা গঠিত হয়েছে তা উল্লেখ কর।
শিখনফল/বিষয়বস্তু: উপসর্গ দিয়ে শব্দগঠন।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
শিক্ষার্থীরা বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি’ পাঠ্যবই থেকে উপসর্গ, প্রত্যয়, সমাস ও সন্ধির নিয়মগুলাে পড়ে ছকটি পূরণ করবে।
৯ম শ্রেণির ১৬তম সাপ্তাহের বাংলা এসাইনমেন্টের সমাধান
তাহলে নবম শ্রেণির বাংলা এসাইনমেন্ট প্রশ্নের উত্তর জেনে নিন
১৬তম সাপ্তাহের বাংলা এসাইনমেন্টের উত্তর শুরু হুলো।
প্রদত্ত শব্দ | শব্দ বিশ্লেষণ | সাধিতযে শব্দ |
উপভোগ | উপ+ ভোগ | সম্যক অর্থদ্যোতনা সাধিত |
হাতে খড়ি | হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে | বহুব্রীহি সমাসযোগে সাধিত শব্দ |
পিত্রালয় | পিত্র+ আলয় | স্বরসন্ধি সাধিত শব্দ |
সর্বজনীন | সর্বজন+ ঈন | তদ্ধিত প্রত্যয় সাধিত |
মাননীয় | মান্+ অনীয় | কৃৎ প্রত্যয় সাধিত |
নিদারুণ | নি + দারুণ | অতিশয় অর্থদ্যোতনা সাধিত |
নীলিমা | নীল + ইমা | তদ্ধিত প্রত্যয় সাধিত |
আশীর্বাদ | আশীঃ+ বাদ | বিসর্গসন্ধি সাধিত শব্দ |
চন্দ্রমুখ | মুখ চন্দ্রের ন্যায় | কর্মধারয় সমাসযোগে সাধিত শব্দ |
কবিত্ব | কবি +ত্ব | তদ্ধিত প্রত্যয় সাধিত |
আরো পড়ুনঃ
নবম শ্রেণির ১৫তম সাপ্তাহের গণিত এসাইনমেন্টের উত্তর
সর্বশেষ কথা
প্রিয় শিক্ষার্থী কোনো ঝামেলা বা নির্ভূল ছাড়া বাংলা এসাইনমেন্টের উত্তর লিখতে পারো।
লিখেছেনঃ কাসেম স্যার