ফেসবুক স্ট্যাটাস | ২০২২ বাংলা ফেসবুক স্ট্যাটাস

বর্তমানে সারাবিশ্বের সবচেয়ে জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক। যতদিন যাচ্ছে ততই ফেসবুকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। তাই আজ আমি আপনাদের জন্য ফেসবুক স্ট্যাটাস নিয়ে লিখলাম। যারা ফেসবুকে ব্যবহার করেন। তাদের জন্য ফেসবুক স্ট্যাটাস খুবই গুরুত্বপূর্ণ অংশ।

বাংলাদেশ সহ সারাবিশ্বের লোকজন ফেসবুক ব্যবহার করে থাকে। পড়ালেখা না করে ও লক্ষ লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করতে পারে। তাই প্রতিদিন গুগলে লক্ষ লক্ষ মানুষ ফেসবুক স্ট্যটাস নিয়ে সার্য করে থাকে। অনেকে গুগুল থেকে নেওয়া স্ট্যাটাস নিয়ে, তার ফেসবুক একাউন্টে সেয়ার করে থাকে।

ফেসবুক স্ট্যাটাস / Facebook status

অনেক শিক্ষিত লোক ও সময়ের অভাবে, গুগুল সার্য করে থাকে স্ট্যাটাস এর জন্য। তাই আজ আমি আপনাদের জন্য, কিছু রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস নিয়ে আসলাম। আপনি আমার ফেসবুক স্ট্যাটাস গুলো, আপনার আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করতে পারেন।

এমনকি আমার আর্টিকেলের ফেসবুক স্ট্যাটাস গুলো। আপনার ফেসবুক একাউন্টে শেয়ার করতে পারেন। আপনি যদি ফেসবুকে স্ট্যাটাস না দিয়ে থাকেন। তাহলে আপনার ফেসবুক আইডি জনপ্রিয়তা হবে না।

বাংলা ফেসবুক স্ট্যাটাস

বাংলা ফেসবুক স্ট্যাটাস

আপনি যত বেশি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করবেন, ততই আপনার আইডি পরিচিত হবে বেশি। আপনি বেশি বেশি লাইক কমমেন্ড পেতে পারেন। যত বেশি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করবেন। ততই লাইক কমমেন্ট পেতে শুরু করবেন। ফেসবুক ইতিহাস সম্পর্কে জানুন। আর ফেসবুক একাউন্ট খুলুন, বেশি বেশি স্ট্যাটাস সেয়ার করুন।

মূলত আপনার ফেসবুক স্ট্যাটাস যত বেশি সুন্দর হবে। ততই আপনার ফেসবুক একাউন্ট জনপ্রিয়তা লাভ করবে। তাহলে আমার দেওয়া স্ট্যাটাস গুলো, আপনি শেয়ার করতে পারেন। তাহলে শুরু করা যাক।

ফেসবুক স্ট্যাটাস

ফেসবুক স্ট্যাটাস

১. মন দেখে ভালবেসো, ধন দেখে নয়। গুন দেখে প্রেম করো, রুপ দেখে নয়। রাতের বেলায় স্বপ্ন দেখো, দিনের বেলায় নয়। এক জনকে ভালবেসো, দশ জনকে নয়।

২. বিশাল হৃদয় দিয়ে কি হবে, যদি দুঃখ না বোঝে। ফেন্ডশিপ করে কি হবে, যদি মূল্য না দাও। ভালবেসে কি হবে, যদি ভালবাসার মানুষকে কষ্ট দাও।

৩. যে সত্যি তোমাকে ভালবাসে, সে কখনই তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করবে, কিন্তু সবসময় তোমাকেই মিস করবে। আর তোমাকে ভালোবেসে যাবে।

৪. ভালবাসা হচ্ছে পরশ পাথরের মত। পরশ পাথর স্পর্শ দিয়ে নিম্ন ধাতুকে সোনায় পরিণত করে। আর ভালবাসার ছোঁয়ায় রাগ-ঘৃণা-হিংসার মত নিচু শ্রেণীর আবেগ ভালবাসায় রুপান্তর হয়।

৫. কারো সাথে বন্ধুত্ব করার আগে, তাকে পরীক্ষা করে নেয়া উচিত।
সে বন্ধুত্বের যোগ্য কিনা। কারণ সবাই বন্ধুত্বের মূল্য দিতে পারে না।

৬. যখন ভালবাসা তোমার কাছে অজানা তখন বুঝবেনা সুখ কী?
যখন কাউকে ভালবাসবে তখন বুঝবে ব্যাথা কী? যখন তুমি ভালবাসা হারিয়ে ফেলবে তখন বুঝবে জীবন কী।

৭. তোমায় যদি না পাই এই জীবনের তরে। এই জীবন যাবে মোর আঁধারে আঁধারে। আলো তুমি মোর নয়নের মাঝে। অন্তরের মানুষ তুমি এই প্রেমের দুনিয়াতে। আশা তুমি মোর জীবনের তরে। ভালোবাসার ঘর বানাবো তোমার মনের মাঝে।

৮. একটু একটু প্রেম আর একটু একটু সুখ, তোমার ভালোবাসা পেয়ে ভরে গেছে আমার বুক। অনেক সাধনার পরে পেয়েছি তোমায়। তাই তোমাকে আর হারাতে চাইনা কোনো অবেলায়। পিছনে ফিরে তাকাতে আর ভালো লাগে না। মিলনের মধুর মুহূর্ত কেন কাছে আসে না।

৯. শীতকালে শরীরের যত্ন নেবে,
স্নান করার কোন দরকার নেই।

১০. পুরুষের কান্নার পেছনে একটা বিশ্বযুদ্ধ। এই কান্নার একটা রহস্য থাকে। আর মেয়েরা তো একটা লিপস্টিক খুঁজে। পেতে দেরি হলে কাঁদে।

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

স্মার্ট ফেসবুক স্ট্যাটাস

১. আপন করেছি আপন হয়েছি, সব ভুলে নতুন করে গড়তে এসেছি। কষ্টটাকে চাপা দিয়ে গান গাইতে বসেছি। ভেঙ্গে যাওয়া স্বপ্নগুলো দেখতে চলেছি, আবার নতুন করে তোমায় মেনে নিয়েছি। আশায় আশায় কত রাত পার করেছি। এবার হাসব দুজন সম্পর্কটা মেনে নিয়েছি।

সব ভুলে আবার আমি পাশে পেয়েছি। ব্যস্ততার ফাকে ফাকে গল্প লিখেছি, নাম তার যত্ন করে ভালবাসা দিয়েছি। আবার আমি ভালবেসে ছবি একেঁছি।

২. সেই তুমি কি দেখেছো কভু ভালবাসার পরাজয়। কিভাবে মনটা ভেঙ্গে রক্ত ক্ষরন হয়। তুমি তো দেখ ও নি অবহেলিত জীবন কিভাবে ধুকে ধুকে বাচেঁ। কিভাবে টিকে রাখে নিজের অস্তিত্ব এই পৃথিবীর মাঝে। আমি তো দেখেছি ঐ হাসিতে আছে এক মায়া।

আমি তো বুঝেনি ঐ মনের ভালোবাসার গভীরতা। আমি তো খুজেঁছি বেচেঁ থাকার কারন ঐ তোমার মাঝে। আমি তো আড়ালে আড়ালে ভেঙ্গেছি অভিমানের নিরবতা।

৩. আমরা তো চলেছি একা খুজেঁ চলেছি সুখের পথ। সব ভুলে বেধেছি বাধন জনম ভরের জন্য। করছি সব পর, আপনকে ছেড়ে। কভু যেন কেউ পারে না আমাদের কেড়ে।

৪. ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ। তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না।

৫. মানুষের জীবন হলো একটি ফুল, আর ভালোবাসা হলো মধুস্বরুপ।

 ৬. ভালোবাসা এমন একটি প্লাটফর্ম, যেখানে সব মানুষ দাড়াতে পারে।

৭. ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না। যা জাগে সেটা হল সহানুভূতি।

৮. তুমিও দেখি বাস্তব খোঁজ,
আমি আবার আবেগী কি না।

৯. আমাদের ২জনের কাহিনীটা ছোটগল্পেই ভালো। সব গল্প তো আর উপন্যাস হয় না!

১০. আমার রাত্রি জাগা তারা।
তোমার আকাশ ছোঁয়া বাড়ি।
আমি পারিনি ছুঁতে তোমায়,
আমার একলা।

রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস

আরো পড়তে পারেনঃ

ফেসবুক একাউন্ট ডিলেট করার নিয়ম

রোমান্টিক ফেসবুক স্ট্যাটাস

১. নীলিমার অপেক্ষায় ওই নিল।
মেঘের অপেক্ষায় ওই আকাশ।
রাতের অপেক্কায় ওই চাঁদ।
বসন্তের অপেক্ষায় ওই কোকিল।
আর তোমার মিষ্টি হাতের sms এর অপেক্ষায় আমি।

২. চাঁদ তুমি যেমন রাতকে ভালোবাসো। আমিও তেমনি একজনকে ভালবাসি। তোমার ভালবাসা যেমন কেউ ভুজেনা।
তেমনি আমার ভালবাসা ও সে বুঝেনা।

৩. যদি বৃষ্টি হোতাম। তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। চোখে জমা বিষাদ টুকু এক নিমিষেই ধুয়ে দিতাম।

৪. জীবনের রং বড় বিচিত্র। কখনো লাল, কখনো নীল। কখনো মুক্ত পাখির মতো। কখনো আবার চুপসে যাওয়া ফুলের মতো। হারিয়ে যায় কত চেনা মুখ। থেকে যায় সুধু অনাবিল সূখ।

৫. যদি যাও কখনো হারিয়ে সময়ের টানে। তবে কিভাবে তোমায় রাখব ধরে বল, হৃদয়ের কুনখানে। জানি তোমায় কোনো ভাবে আটকানো যাবেনা। তবে এতটুকু সুনে যেও আর কখনো এই পৃথিবীর বুকে, আমায় তুমি খুঁজে পাবে না।

৬. জীবনকে খুজতে গিয়ে তোমাকে পেয়েছি। নিজেকে ভালবাসতে গিয়ে তোমার প্রেমে পরেছি। জানতাম না কাকে বলে ভালো ভালবাসা, শিখিয়েছ তুমি।

৭. আকাশ সমান ভালবাসা নিয়ে তোমার সামনে দাড়িয়ে আছি।
তুমি চোখ খুলে দেখো ভালবাসার সাগর নিয়ে দাড়িয়ে আছি আমি।
কি বলবেনা?
I love you too

৮. মেঘলা বরণ অঙ্গ জুড়ে তুমি আমায় জড়িয়ে নিতে। কষ্ট আর পারতো না, তোমায় অকারণে কষ্ট দিতে।

৯. আকাশের দিকে তাকও। আমরা একা নাই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে। শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।

১০. পৃথিবীতে কোনো মেয়ে ছয়টা গাড়ীর মালিক ছেড়ে, সিক্সপ্যাক ওয়ালা ছেলেদের সাথে যাবে না। তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও।

ফেসবুক স্ট্যাটাস

ফেসবুক স্ট্যাটাস সংগ্রহ

আপনার ফেসবুকে লাইক কমেন্ট বেশি পাওয়ার জন্য, আমার ফেসবুক স্ট্যাটাস গুলো সেয়ার করুন।

১. যদি দেখা না হয়, ভেবোনা দূরে আছি। যদি কথা না হয়, ভেবোনা ভূলে গেছি। যদি না হাসি, ভেবোনা অভিমান করেছি। যদি ফোন না করি, ভেবোনা হারিয়ে গেছি। মনে রেখো তোমায় আমি ভালোবাসি।

২. ফুলের রানী, রূপের রানী কোথায় তুমি যাও? তোমার সাথে সঙ্গী করে, আমায় নিয়ে যাও। কি সুন্দর হাসি তোমার, মায়া ভরা। তোমায় পেলে সত্তি আমি, হব দিশেহারা।

৩. তুমি ভালোবেসে তখনি সুখ পাবে।
যখন তোমার জন্য, তোমার মনের মানুষের মুকে হাসি দেখবে। সাথে সেই সুখের সময়টা কাটাতে পারবে।

৪. স্বপ্ন দিয়ে অাকি আমি, সুখের সীমানা। হৃদয় দিয়ে খুজি আমি, মনের ঠিকানা। ছায়ার মত থাকব আমি, শুধু তার পাশে। যদি বলে সে আমায় সত্যি ভালবাসে।

৫. ভালবাসা যদি আকাশ হত, তবে আমি মেগ হতাম। সারাক্ষন তার পাশে থাকতাম। ভালবাসা যদি রাত হত, তাহলে আমি জোসনা হতাম।
আলো আধারকে ধুর করতাম।

৬. রাতের ওই জোছনায় তোমায় নিয়ে হাটতে ইচ্ছে হই। ভোরের ওই কুয়াশাতে তোমায় নিয়ে ঘুরতে ইচ্ছে হয়। রিমঝিম বৃষ্টিতে তোমায় নিয়ে ভিজতে মন চায়। আর আমার হৃদয়ের আবেগ দিয়ে তোমায় কাছে পেতে মন চায়।

৭. নয়ন ভরা জল গো তোমার, আচল ভরা ফুল। ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল। ফুল যদি নেই তুমার হাতে, জল রবে গো নয়ন পাতে।
অশ্রু নিলে ফুটবে না আর প্রেমে মুকুল।

৮. নিজের বলতে কিছুই নেই , আছে শুধু একলা ঘর। একা একা দিন কাটাচ্ছি।

৯. অনুভূতিগুলো আমাদের ছিলো না ,
ছিলো শুধু একান্তই আমার ।

১০. আজ সারাদিন মেঘলা ভীষণ
মন খারাপেরা চোখ রাঙায়।
এমন দিনে আমার আমি ,
একলা হয়েই বেশ মানায়।

আরো পড়ুনঃ ফেসবুক আইডি রিপোর্ট করার নিয়ম

ভালোবাসার ফেসবুক স্ট্যাটাস

ভালোবাসার স্ট্যাটাস

১. ভালোবেসে এই মন তোকে চায় সারাক্ষন। আছিস তুই মনের মাঝে, পাশে থাকিস সকাল সাঝেঁ। কি করে তোকে ভুলবে এই মন, তুই যে আমার জীবন। তোকে অনেক ভালবাসি।

২. ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন। তুমি আসলে দুজনে সাজাবো জীবন। চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালবাসা।

৩. পৃথিবীতে সেই সবচেয়ে ধনী। যার একটি সুন্দর মন আছে। যার মনে নাই কোন অহংকার, নাই কোন হিংসা। আছে শুধু অন্যের জন্য ভালোবাসা।

৪. মিষ্টি চাঁদের মিষ্টি আলো, বাসি তোমায় অনেক ভালো। মিটি মিটি তারার মেলা, দেখবো তোমায় সারাবেলা। নিশিরাতে শান্ত ভুবন, চাইবো তোমায় সারাজীবন।

৫. ভালোবাসা যখন পরিতৃপ্ত হয় তখন তার মাধুর্য অনেক কমে যায়।

৬. পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবটুকু দিবো আমি তোমায়। আমার একটাই আশা তুমি ভূলে যেও না আমায়। বড় বেশী ভালবাসি তোমায়।

৭. ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভিতর আছে। সে জোছনা দিয়ে ভাসিয়ে দেয়। বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়। আবার প্রবল প্রেম, প্রবল বেদনা দিয়েও তার সৃষ্ট জগৎকে ভাসিয়ে দেয়।

স্ট্যাটাস ভালোবাসার

৮. ভালোবাসার মানুষের সাথে হঠাৎ করে কথা বন্ধ হয়ে যাওয়া। আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোন পার্থক্য নেই। ভালোবাসা এমনি!

৯. এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছি , না পারি কাঁদতে। না পারি সবার সামনে না হেসে থাকতে ।

১০. যার জন্য আমার জীবন চলে যেত। সেই আজ পর হয়ে গেছে। এমনকি অন্যর ঘরে থাকে।

Love Facebook status

১. চমৎকার মেয়েরা এমন এমন জায়গায় থাকে। ইচ্ছা করলেই হুট করে তাদের কাছে যাওয়া যায় না। দূর থেকে তাদের দেখে দীর্ঘনিঃশ্বাস ফেলতে হয়। এমনকি মনে মনে বলতে হয়, আহা এরা কী সুখেই না আছে।

২. ভালোবাসা যদি তরল পানির মত কোন বস্তু হত। তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেতো। এমন কি হিমালয় পর্বতও।

৩. প্রেম ভালোবাসায় পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে। বুদ্ধিমান বোকা হয়ে যায়। আর সহজ সরল লোক প্রেমে ধোকা খায়

৪. যখন আপনি কাউকে ভালোবাসেন। তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। চাইলে ও অনেক ইচ্ছে প্রকাশ করা যায় না।

৫. দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।

৬. অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয়।

৭. সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজনকে খোঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। ভালোবাসা মানে দুঃখ কষ্ট সুখ ও রয়েছে।

৮. যুদ্ধ এবং প্রেম কোন কিছু পরিকল্পনা মতো হয় না। প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না।

আবেগি ফেসবুক স্ট্যাটাস

আবেগি ফেসবুক স্ট্যাটাস

১. পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে। ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।

২. চট করে কারো প্রেমে পড়ে যাওয়া কাজের কথা না। অতি রূপবতীদের কারো প্রেমে পড়তে নেই। অন্যেরা তাদের প্রেমে পড়বে, তা-ই নিয়ম।

৩. বাস্তবতা এতই কঠিন যে, কখনো কখনো বুকের ভীতর গড়ে তোলা। বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে।

৪. মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়।
ভালো লাগা এমন একটি জিনি যা একবার শুরু হলে সবকিছু ভালো লাগতেই থাকে।

৫. ছেলে ও মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা কখনো না কখনো একে অপরের প্রেমে পড়বেই। হয়ত খুব অল্প সময়ের জন্য কিংবা ভুল সময়ে। অথবা খুব দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে পড়বেই।

৬. সুন্দরীদের বোকা বোকা কথাও স্বর্গীয় বাণীর সমতুল্য।

৭. একমাত্র প্রেমেই বিয়েকে পবিত্র করতে পারে। আর একমাত্র অকৃত্রিম বিয়ে হচ্ছে সেটাই, যেটা প্রেমের দ্বারা পবিত্র।

৮. স্বপ্ন সেটা নয়, যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই, যেটা পুরনের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।

৯. দুঃখ গুলোকে অনেক বড় মনে হয়, সুখ গুলোর চেয়ে। কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয়, হাজার ব্যর্থতার চেয়ে।

১০. আপনি যদি গরীব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়। কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ।

আরো জানতে পারেনঃ ফেসবুক আইডি রিসেট করার নিয়ম

কষ্টের ফেসবুক স্ট্যাটাস / sad Facebook status

কষ্টের স্ট্যাটাস

১. আমি সবসময় নিজেকে সুখি ভাবি। কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না। কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।

২. একটি সুখের সংসার ধ্বংস করার জন্য, শয়তান যতগুলো অস্ত্র আবিষ্কার করেছে। তার মধ্যে মারাত্মক অস্ত্র, স্ত্রীর ঘ্যানর ঘ্যানর।

৩. যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে। আস্তপারের সন্ধ্যা তারায়, আমার খবর পৌছবে। বুঝবে সেদিন বুঝবে।

 ৪. চলে যাওয়া মানে প্রস্থান নয়, বিচ্ছেদ নয়। চলে যাওয়া মানে নয়, বন্ধন চিন্ন করা। আর্দ্র রজনী চলে গেলে, আমারও অধিক কিছু থেকে যাবে। আমার না থাকা জুড়ে।

৫. নরম কাঁদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়। তারপর যতই পানি ঢালা হোক না কেন, সেই ইট আর গলে না বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোন পরিবর্তন হয় না।

৬. এতটা নিঃশব্দে জেগে থাকা যায় না, তবু জেগে আছি। আর কত শব্দহীন হাঁটবে তুমি? আরো কতো নিভৃত চরনে, আমি কি কিছুই শুনব না। আমি কি কিছুই জানব না?

৭. আমি বৃষ্টিতে হাঁটি, যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে!
জীবনে দুটি দুঃখ আছে। একটি হল তোমার ইচ্ছা অপূর্ণ থাকা। অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা।

৮. সবকিছুকে একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়। কিন্তু কষ্টকে কোন নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না। কারণ কষ্ট এমন এক জিনিস যা ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন হয়।

৯. তোমার নিশ্বাসে বিষ ছিলো, আমি বিশ্বাস করিনি। ওরা বলেছিলো বহুবার, কারো কথা কানে তুলিনি।

১০. কিছু ভালোবাসা কখনো কখনো পূর্ণতা পায় না। কিন্তু বেঁচে থাকে হৃদয়ের কোন এক কোণে। তবুও সবকিছু ছাপিয়ে জীবনটাকে এগিয়ে নিতে হয়। ভালোবাসার জয় হোক, ভালোবাসা বেঁচে থাকুক সবার হৃদয়ে।

ইসলামিক স্ট্যাটাস

আজ জুমাবার দিন।
আল্লাহ এই জুম্মার দিনের উছিলায় আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমিন

নিশ্চয়ই পাঁচ ওয়াক্ত নামাজ, খারাপ এবং অশীল কাজ থেকে বিরত রাখে। আল কুরআান

শুক্রবার মানেই গরীবের হজ্জের দিন। শুক্রবার মানে পাপ মুছবার দিন। শুক্রবার মানে গুনাহ মাপের দিন। চলো সবাই জুমা’র নামাজ পড়ি। আল্লাহর কাছে ক্ষমা চাই। সবাইকে জুমা মোবারক।

যে আপনার ইবাদতে ব্যাঘাত ঘটায় সে আপনার বন্ধু নয়। সে আপনার প্রকৃত শত্রু।

আমরা কেউ কাউকে আঘাত করবো না। কারণ আমরা সাবই মানুষ। এমনকি মুসলমান মুসলমানের ভাই।

যে আপনার সফলতা কে সহ্য করতে পারে না, সে আপনার আপনজন নয়। সে আপনার ঘুর দুশমন‌।

সব সময় নামাজ পড়ে, নিজের জন্য এবং আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন। আর মাঝে মাঝে আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবে। মহানবী ( সঃ) বলেছেন, আত্মীয়তা চিহ্নকারী বেহেশতে প্রবেশ করিবে না।

তিনজনের দোয়া নিঃসন্দেহে কবুল হয় ৷
১. মজলুমের দোয়া,
২. মুসাফিরের দোয়া,
৩. সন্তানের জন্যে মা বাবার দোয়া ৷

মুনাফেকিদের আলামত তিনটি।

১. কথা দিয়ে কথা না রাখা।
২. আমানতের খেয়ানত করা।
৩. কথায় কথায় মিথ্যা বলা।

ইনশাআল্লাহ যদি বেচে থাকি, একদিন আমি ও হজ্জ্ব করবো। সবাই দোয়া করবেন।

আল্লাহু আজিমনু, আল্লাহু আলিমুন। অথ্যাৎ নিশ্চয়ই আল্লাহ সব দেখেন, এবং সব কিছু শুনেন।
তাই খারাপ কাজ থেকে বিরত্ত থাকো।

খাটি মুসলমান ঐ ব্যাক্তি, যে মসুলমান অপর মুসলমানের হাত ও মুখ হইতে নিরাপদে থাকে।

তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যাক্তি, যে নিজে কুরআন মাজিদ শিখে, এবং অপরকে শিক্ষা দেয়।

কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের ও হিসাব হইবে। তাই সবাই প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো।

তোমারা কেউ কাউকে হিংসা করো না। হিংসা একটি মারাত্মক গুনার কাজ। হাদিস শরীফে আছে, হিংসা হইতে দূরে থাকো, কেনো না হিংসা দুনিয়ার নিকিকে ধ্বংস করিয়া দেয়।

হয়তো কেউ আমাকে খারাপ জানে, হয়তো কেউ আমাকে ভালো জানে। হয়তো কেউ আমার পিছনে, আমার সমালোচনা করে থাকে। আমাকে কে কি রকম জানে, সেটা বিষয় নয়। আমি সব সময় ইসলামের পথে থাকবো। ইনশাআল্লাহ

ফেসবুক স্ট্যাটাস টিপস

১. যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না।

২. বোকা মানুষগুলো হয়ত অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না।

৩. জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না। কিছু কিছু ভুল থাকে, যা শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে, যা কাউকে বলা যায় না।

৪. যত্ন করে কাঁদানোর জন্য খুব আপন মানুষগুলোই যথেষ্ট।

৫. মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে। একটি দুঃখের, অপরটি ছলনার। মেয়েদের সব হাসি ভালোবাসার নয়, কিছু হাসি চলনার ও হয়ে থাকে।

 ৬. বিদায়ের সেহনাই বাজে নিয়ে যাবার পালকি, এসে দাঁড়ায় দুয়ারে। সুন্দর পৃথিবী ছেড়ে, এই যে বেঁচে ছিলাম দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয় সবাইকে।

৭. অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি। অজান্তেই চমকে উঠে জীবন, ফুরালো নাকি! এমনি করে সবাই যাবে, যেতে হবে।

৮. পাশে এসেও যারা কাছে আসতে ভয় পায়। তারা আসলে শিকার হয়েছে ,
অতীতের কোন মিথ্যে অভিনয়ে।
৯. তাদের ভালোবাসায় আবেগ আছে।
তবে নেই আড়ম্বর আর আভিজাত্য।

১০. তাদের কাছে স্বপ্ন বলতে একটা চাকরি। আর বাবা, মায়ের সম্মতি ।
কারণ তারা মধ্যবিত্ত।

আপনার ফেসবুক একাউন্ট জনপ্রিয় করার জন্য, শেয়ার করতে পারেন।ফেসবুক স্ট্যাটাস গুলো, আমার লেখা।

ইসলামিক ফেসবুক স্যাটাস / islamic Facebook status

ইসলামি ফেসবুক স্ট্যাটাস

অনেকে ইসলামি ফেসবুক স্ট্যাটাস দিতে পছন্দ করে থাকে। তাই তাদের জন্য, এই স্ট্যাটাস গুলো।

১. ডান চোখ হতে বাম চোখের দুরত্ব যতটুকু, মৃত্যু তার চেয়েও নিকটে।

২. যে নারী তার অভিবাবকের সম্মতি ছাড়াই, নিজে নিজে বিবাহ করে। তার বিবাহ বাতিল, বাতিল, বাতিল।

৩. পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হল, নিজে সংশোধন হওয়া। আর সবচাইতে সহজ কাজ হল, অন্যের সমালোচনা করা।

৪. তুমি জান্নাত চেওনা বরং তুমি দুনিয়াতে এমন কাজ কর, যেন জান্নাত তোমাকে চায়।

৫. মানুষের মণের মধ্যে এমনভাবে নিজের জন্য জায়গা করে নাও। যেন তুমি মরে গেলে, তোমার জন্য তারা দোয়া করে। আর বেঁচে থাকলে, তোমাকে ভালোবাসে।

৬. ঐ ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান। যে নিজে নত হয়ে, অপরকে বড় ভাবে। আর সে ব্যক্তিই নির্বোধ, যে সর্বদা নিজেকে বড় ভাবে।

ইসলামিক ফেসবুক স্ট্যাটাস

৭. মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো। কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে। আর ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকে না।

৮. যে ব্যক্তি আজান শুনে নামাজ পড়বে না। কিয়ামতের দিন তাঁর কানে গরম সীসা ঢেলে দেওয়া হবে।

৯. পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম জীবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।

১০. নতুন আশা, নতুন দিন, আজকে হল জুমার দিন। লাগছে ভালো ছাড়বো ঘর, মসজিদে যাবে ১২ টার পর। আকাশে সূর্য দিচ্ছে আলো, জুমার নামায পরতে লাগবে ভালো।

১১. জান্নাতের নেটওয়ার্ক হল ইসলাম। সিম হল ঈমান। বোনাস হল রমযান। রিচার্জ হল নামাজ। আর হেল্পলাইন হল কোরআন।

১২. নিজেই প্রতিশোধ নিও না, আল্লাহর জন্য অপেক্ষা কর। তাহলে তিনি তোমাকে রক্ষা করবেন।

১৩. আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং মুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

১৪. যে আল্লাহর উদ্দেশ্যে বিনয়ী হয়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন।

১৫. সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে হযরত মুহাম্মদ (সাঃ) প্রদর্শিত পদ্ধতি।

ইসলামি স্ট্যাটাস

মজার ফেসবুক স্ট্যাটাস

১. গরীব বলে মেয়েরা শুধু ফ্রেন্ড রিকুয়েষ্ট পাঠায়। বড় লোক হইলে তো প্রেমের প্রস্তাব দিতো।

২. বাসায় ডাকাত আসলে,
আমিঃ আমার কাছে কিছুই নেই।
আম্মাঃ ওর বালিশের নিচে মোবাইল আছে।

৩. আম্মু বউ লাগবে বউ!
কী বললি তুই?
না মানে আম্মু, বই লাগবে বই।

৪. আসল প্রেমিকরা মেসির মতো, গোলপোষ্ট ফাঁকা পেয়েও গোল করে না। কিন্তু ভন্ড প্রেমিকরা নেইমারের মতো, পেনাল্টির জন্য কত যে অভিনয় করে।

৫. বাস, ট্রেন বা মেয়েদের পিছনে কখনো ছুটতে যাবি নারে পাগলা। কারণ একটা গেলে আরেকটা আসে।



৬. হুজুর, রোজা অবস্থায় বৌকে I love you বলা যাবে? না, রোজা রেখে মিথ্যা বলা উচিৎ না।

মজার ফেসবুক স্ট্যাটাস

৭. মেয়েদের পেছনে ছুটতে নেই। মেয়েরা প্রজাপতির মত। ধরতে গেলে ধরা দেয়না। কিন্তু চুপ করে থাকলে, ঠিকই গায়ে এসে বসে।

৮. আমি পরিবারের ছোট ছেলে হলেও, আমার কোনো চিন্তা নাই। কারণ আমার বড় ভাই আছে।

৯. পৃথিবীর সবচেয়ে মজবুত ছাদ কি?
বাবার ভরসার হাত!


১০. আপনি জলাশয়ের সেই নুড়ি হতে চাইবেন, যা পরিবর্তনের জন্য তরঙ্গ সৃষ্টি করতে পারে।


১১. পারিব না’ একথাটি বলিও না আর। কেন পারিবে না, তাহা ভাব একবার। পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পার কি না পার, কর যতন আবার। একবার না পারিলে দেখ শতবার।


১২. সূর্য আমি, ঐ দিগন্তে হারাব। অস্তমিত হব, তবু ধরনীর বুকে চিহ্ন রেখে যাব।


১৪. আপনি যদি গরীব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়। কিন্তু যদি গরীব থেকেই মারা যান, তবে সেটা আপনার দোষ।

মাকে নিয়ে সেরা স্ট্যাটাস

Ma baba পৃথিবীর সবচেয়ে আপন জন। মায়ের মতো আপন জন, আর কেউ নাই। তাই যারা মাকে ভালোবেসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে থাকেন। তাদের জন্য সেরা কিছু স্ট্যটাস লিখলাম। আপনার পছন্দ হলে, ফেসবুকে বা আপনার মাকে এই স্ট্যাটাস গুলো শেয়ার করতে পারেন। মায়ের মত মমতা ময়ী পৃথিবীতে আর কেউ নাই।

১. আমি বোকা হতে পারি। অনেক খারাপ ছাত্র হতে পারি। দেখতে অনেক কালো হতে পারি। কিন্তু আমার মায়ের কাছে, আমিই শ্রেষ্ঠ সন্তান।

২. মাকে তুই কষ্ট দিয়ে,করিস নারে ভুল। ‘মা হারালে হারাবি তুই, আল্লাহ রাসুল। তুই যতই পারস, মার যত্ন সেবা কর। ‘মা তখন হবে আপন, যখন সবাই হবে পর।

৩. ‘মা’ দিয়ে মাসজিদ।
’মা’ দিয়ে মাদ্রাসা।
’মা’ দিয়ে মাদিনা।
মা’ দিয়ে মাক্কা।
সো ‘মা’ কে কেউ কষ্ট দিয় না।

৪. মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক। যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি, এবং বিনিময়ে নেই, বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা।

৫. পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে। সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, আর সে হলো মা।

৬. মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মাকে যারা কষ্ট দিবে, তার কখনও জান্নাতে যেতে পারবে না। তাই সকলের কাছে আমার অনুরোধ তোমরা কখনও মাকে কষ্ট দিওনা।

৭. মা জননী চোখের মনি অসিম তোমার দান। খোদার পরে, তোমার আসন আসমানের সমান। ত্রিভুবনে, তোমার মত হয়না কারো মান।

৮. মায়ের কথা পড়লে মনে, আকুল হয়ে কাঁদি। মা যে আমার আশীর্বাদের দিব্য প্রদীপ ভাতী।

৯. পৃথিবীটা অনেক কঠিন, সবাই সবাই কে ছেড়ে যায়। সবাই সবাই কে ভুলে যায়। শুধু একজন যে ছেড়ে যায় না, ভুলেও যায়না। আর সারা জিবন থাকবে। সে মানুষ টি হচ্ছে, আমার মা।

১০. মা ‘মমতার মহল’
মা ‘পিপাসার জল
’মা ‘ভালবাসার সিন্ধু
’মা’উত্তম বন্ধু।
’মা ‘ব্যাথার ঔষুধ
’মা ‘কষ্টের মাঝে সুখ
’মা’চাঁদের ঝিলিক।
’মা ‘স্বর্গের মালিক।

মাকে নিয়ে স্ট্যাটাস

#১১. মা কথাটি ছোট্ট অতি কিন্তু জেনো ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভূবনে নাই।

১২. ভালোবাস তাকে, যার কারনে পৃথিবী দেখেছো।ভালোবাস তাকে, যে তোমাকে ১০মাস ১০দিন গর্ভে রেখেছে। ভালোবাস তাকে, যার পা এর নিচে তোমার জান্নাত আছে। আর তিনি হলেন মা।

১৩. প্রথম স্পর্শ ‘মা’
প্রথম পাওয়া ‘মা’
প্রথম শব্দ ‘মা’।
প্রথম দেখা ‘মা’
আমার জান্নাত তুমি ‘মা’।

১৪. দুনিয়ার সব কিছুই বদলাতেপারে,কিন্তু মায়ের ভালবাসাকখনো বদলাবার নয়।♥

১৫. যারা প্রেমের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত। তাদেরকে বলছি, পারলে একটু মন থেকে বলুন। ‘মা’ এর জন্য জীবন দিতে পারি। ‘মা’ ই তো আপনের আপন।

১৬. যার ললাটের ঐ সিঁদুর নিয়ে ভোরের রবি ওঠে। আলতা রাঙ্গা পায়ের ছোঁয়ায় রক্ত কোমল ফোটে। সেই যে আমার মা, যার হয়না তুলনা।

বাবাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস

সারবিশ্বের সবচেয়ে প্রিয়জন হলো মা বাবা। তাই অনেকে ফেসবুকে বাবাকে নিয়ে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে থাকে। আজ আমি বাবাকে নিয়ে সেরা কিছু স্ট্যাটাস লিখলাম। আপনার ভালো লাগলে ফেসবুকে বা আপনার বাবাকে শেয়ার করতে পারেন। তাহলে জেনে নিন, বাবাকে নিয়ে ফেসবুক স্ট্যাটাস।

১. আমার সকল কান্নার মাঝে। আমার সকল বায়নার মাঝে। আমার নোংরা diaper এর মাঝে। আমার সাথে থাকার জন্যে থ্যান্ক ইউ বাবা…হ্যাপি ফাদার্স ডে।

২. পৃথিবীর সব চেয়ে সুখ কি জান?
মা-বাবার আদর।
সব চেয়ে কষ্ট কি জান?
মা-বাবার চোখের জল।
সব চেয়ে অমুল্য রতন কি জান?
মা-বাবার ভালোবাসা।

৩. আমার বাবাই আমার প্রথম শিক্ষক। কিন্তু তার চেয়ে প্রধান হচ্ছে তিনি একজন অসাধারণ পিতা … হ্যাপি ফাদার্স ডে।

৪. তুমি আমাদের কাছে আমাদের আদর্শ হয়ে ছিলে। চেষ্টা করলেও তোমার স্মৃতি আমরা আমাদের মন থেকে মুছে ফেলতে পারব না। আমরা আজ-ও তোমায় ভীষণ মিস করি বাবা।

৫. তোমার বাবা থাকলেই তুমি বুঝতে পারবে যে, প্রকৃত ও নিস্বার্থ ভালবাসা কাকে বলে।

৬. ছোটবেলায় আমি আমার বাবার সংঙ্গে যেভাবে চাইতাম, সেভাবে বোধ হয় আর কোনকিছুই চাইতাম না। আর এখনো চাই না, লাভ ইউ বাবা।

৭. আমি ভাগ্যবান যে, আমি তোমার মত একজন পিতা পেয়েছি। যে আমায় সবসময় সহযোগীতা করে, এবং সব কাজে। থ্যান্ক ইউ বাবা।

৮. আমি তোমার ভালো ছেলে হয়ে উঠতে পেরেছি কিনা জানি না, কিন্তু তুমি আমার কাছে সব সময় আমার আদর্শ। লাভ ইউ বাবা।

৯. তুমি আমার হাত ধরে আমাকে পৃথিবী চিনিয়েছ। তোমার সাথেই আমি প্রথম বুঝতে শিখেছি রাস্তাঘাট। হ্যাপি ফাদার্স ডে।

১০. পৃথিবীতে আসার পার অনেক উপহার পেয়েছি জীবনে। কিন্তু জন্মের আগে ঈশ্বর যে আমাকে সবসেরা উপহারটা দিয়ে রেখেছেন, সেটা হল আমার বাবা।

সর্বশেষ কথা

ডিয়ার পাঠক আমার আর্টিকেলের স্ট্যাটাস গুলো, আপনার পছন্দের মানুষ কে সেয়ার করতে পারেন। এমনকি আপনার ফেসবুক একাউন্টে সেয়ার করতে পারেন। বেশি বেশি লাইক কমমেন্ড, প্লোয়ার পাওয়ার জন্য ফেসবুক স্ট্যাটাস গুলো সেয়ার করুন।

আর যদি আমাদের আর্টিকেলের স্ট্যাটাস ভালো লাগে, বা উপকৃত হয়ে থাকেন। তাহলে আমাদের আর্টিকেলে কমেন্ট করে যানাবেন।

2 thoughts on “ফেসবুক স্ট্যাটাস | ২০২২ বাংলা ফেসবুক স্ট্যাটাস”

Leave a Comment