এসএসসি ও দাখিল পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২২

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক এবং শিক্ষার্থী বিন্দুরা আশা করি তোমরা ভালো আছো। দোয়া করি সব সময় ভালো থাকো। আজ আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লিখতে শুরু করলাম। আর বিষয়টি হলো পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম । অনেক শিক্ষার্থী পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম জানে না। অযাথা চিন্তা করে থাকে।

সাধারণ ভাবে শিক্ষা মন্ত্রী ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে রেজাল্ট পাবলিস করে থাকে। যাতে সবাই নিজের পরীক্ষার রেজাল্ট, নিজেই দেখতে পারে। অনেকে নিয়ম কানুন জানে না, দোকানে বা স্কুলে গিয়ে রেজাল্ট এর জন্য বসে থাকে। আর নয় চিন্তা, আপনি চাইলে খুব সহজে নিজের বা অন্য কারো রেজাল্ট দেখতে পারেন, খুব সহজে।

পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

প্রিয় পাঠক আজকে আপনাদেরকে খুব সহজে যেকোনো পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম শিখাবো। সহজে রেজাল্ট দেখার নিয়ম জানার জন্য, মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়ুন। রেজাল্ট দেখার নিয়ম খুবই সহজ। আপনি একবার যদি বুঝতে পারেন, যে কোনো পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন। যেমন, জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল ও এইচএসসি পরীক্ষার ফলাফল দেখতে পারবেন, খুব তাড়াতাড়ি।

তাহলে আর দেরি না করে, শুরু করা যাক রেজাল্ট দেখার নিয়ম। পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ২০২২ ।

এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২২

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ২৫ অক্টোবর গণমাধ্যমকে বলেছিলেন, এসএসসির উত্তরপত্র মূল্যায়নের কাজ চলছে, নভেম্বরের মাঝামাঝি তা শেষ হবে। ফলাফল প্রকাশের জন্য ২৭ থেকে ৩০ নভেম্বর অথবা ১ ডিসেম্বর সম্ভাব্য সময় উল্লেখ করে নভেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।

এরপর ২৮ নভেম্বর ২০২২ তারিখটি ফলাফল প্রকাশের জন্য অনুমোদন পাওয়ায় এই দিনটিতেই এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হবে।

পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইট লিংক

Exm বা পরীক্ষার রেজাল্ট দেখার জন্য শিক্ষাবোর্ডের আলাদা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইট বা লিংকের মাধ্যমে আপনি যে কোনো বোর্ডের পরীক্ষার রেজাল্ট দেখতে পাবেন।

নিচে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখার ওয়েবসাইট দিয়েছি। এই ওয়েবসাইটে ডুকে আপনি খালি ঘর গুলোতে আপনার বোর্ড, রোল, বছর, রেজিষ্ট্রেশন নাম দিয়ে দিবেন। নিচের কেপ্চা কোড যোগ করে সাবমিট করুন। খুব সহজে আপনি আপনার রেজাল্ট দেখতে পাবেন।

ওয়েবসাইট লিংকঃ http://www.educationboardresults.gov.bd
অথবা, https://eboardresults.com

রেজাল্ট দেখার নিয়ম

রেজাল্ট দেখার নিয়ম

প্রথমে আপনি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে ঢুকবেন। তারপর নিছের ছবির মতো, এমন একটি ফরম দেখতে পাবেন। ফরমের পাকা জায়গা গুলো পূরণ করে সাবমিট করতে হবে। আপনাদের সুবিধার জন্য একটি নমুনা লিখলাম নিচে।

Examination: এই ঘরে আপনার পরীক্ষার নাম সিলেক্ট করুন, মানে আপনি কোন ক্লাসের পরীক্ষার রেজাল্ট দেখতে চান, সেই অনুযায়ী সিলেক্ট করুন।

Year: আপনি যে সালে পরীক্ষা দিয়েছেন, সেই সাল সিলেক্ট করুন। মানে আপনি যদি ২০২২ সালের পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে ২০২২ সিলেক্ট করুন।

Board: এই খালি ঘরে পরীক্ষার্থীর বোর্ডের নাম সিলেক্ট করুন। আপনি ঢাকা বোর্ডের হলে, ঢাকা সিলেক্ট করুন। আর কুমিল্লা বোর্ডের হলে কুমিল্লা সিলেক্ট করুন।

Roll: এই ঘরে পরিক্ষার্থীর বোর্ড পরিক্ষার রোল নম্বর লিখুন। প্রবেশ পত্রে দেওয়া আছে।

Registration: এই ঘরে পরীক্ষার্থীর রেজিষ্ট্রেশন নম্বর লিখুন। প্রবেশ পত্রে দেওয়া আছে।

ক্যাপচা কোড: এই ঘরে আপনাকে যে কোনো একটি অংক দেওয়া হবে। অংকটি সমাধান করে খালি ঘরে বসিয়ে দিবেন।

Submit: সবগুলো ঘর পূরণ করা হলে submit লেখায় ক্লিক করুন। সব ঠিক থাকলে রেজাল্ট দেখতে পাবেন খুব সহজে।

সার্ভারের সমস্যা বা নেটওয়ার্ক সমস্যা হতে পারে। তাই একবার না হলে আবার চেষ্টা করুন। সব ঠিক থাকলে আপনি রেজাল্ট খুব সহজে দেখতে পারবেন।

Reset: খালি ঘর পূরণ করার সময় কোনো তথ্য ভূল হলে Reset বাটনে ক্লিক করুন। সবকিছু আগের মতো খালি ঘর হয়ে যাবে। নতুন করে সব ঘর আবার পূরণ করে Submit করুন।

সব বোর্ডের রেজাল্ট দেখার ওয়েবসাইট

নিচে প্রত্যেকটি বোর্ডের ওয়েবসাইট লিংক দেওয়া হলো।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://dhakaeducationboard.gov.bd/
কুমিল্লা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://comillaboard.gov.bd/
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bise-ctg.gov.bd/
রাজশাহী শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://rajshahieducationboard.gov.bd/
যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.jessoreboard.gov.bd/
বরিশাল শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.barisalboard.gov.bd/
সিলেট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://sylhetboard.gov.bd/
দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://dinajpureducationboard.gov.bd/
মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bmeb.gov.bd/
কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটঃ https://www.bteb.gov.bd/

এসএসসি পরীক্ষার ফলাফল জানার পদ্ধতি

এসএসসি পরীক্ষা শেষ হওয়ার দুই কি তিন মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করে দেয়া হয়। এই বছর করোনার ভাইরাসের কারনে ফলাফল তাড়াতাড়ি দিয়েছে। তাহলে জেনে নিন, পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম ।

পরীক্ষা শেষ হওয়ার পর থেকে ছাত্র ছাত্রী পরীক্ষার রেজাল্টের চিন্তায় পড়ে রয়েছে। অনেক অভিবাকরা রেজাল্ট কবে দিবে সেই চিন্তায় প্রতিদিন থাকে। যাইহোক চিন্তার কোনো কারণ নেই। আগামী ২৮ নভেম্বর এসএসসি ও দাখিল পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে।

পরীক্ষার রেজাল্ট কয় ভাবে যানা যায়?

মূলত পরীক্ষার রেজাল্ট তিনটি উপায় জানা যায়। নিম্নে দেওয়া হলো

১.প্রথমত, নিজ নিজ বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে।

২.দ্বিতীয়ত, মোবাইল মেসেজ অপশানের মাধ্যমে।

৩.তৃতীয়ত, নিজ নিজ স্কুলে যোগাযোগ করে।

আরো পড়ুনঃ

বীজগণিত ও পাটিগণিতের সূত্র সমুহ

হাতের লিখা সুন্দর করার নিয়ম

এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে, প্রথমে টাইপ করুন পরিক্ষার নাম যেমনঃ

SSC/DAKHIL  স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখবেন। যেমনঃ COMILLA বোর্ডের ক্ষেত্রে COM স্পেস দিয়ে এসএসসি ও দাখিল পরিক্ষার রোল নাম্বার দিন। তারপর স্পেস ২০২ লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

উদাহরনঃ SSC <> COM <> ROLL NUMBER<> Year 202 <>send 16222

এসএসসি ফলাফল এর জন্য এসএমএস এর নিয়ম

SSC <space> 1st 3 letters of Education Board Name <space> Roll <space> Year লিখে সেন্ড করুন 16222 নম্বরে

দাখিল রেজাল্ট এর জন্য sms এর নিয়ম

DAKHIL<space> MAD <space> Roll <space> Year লিখে সেন্ড করুন 16222 নম্বরে

রেজাল্ট প্রকাশের পরেই বোর্ড চ্যালেঞ্জ করার নিয়মকানুন জানানো হবে। সেই নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন।

আরো জানতে ক্লিক করুন রেজাল্ট দেখার নিয়াম

শিক্ষা বোর্ডের জন্য কিওয়ার্ড সমূহ

  • ঢাকা – Dha
  • বরিশাল – Bar
  • চট্টগ্রাম – Chi
  • কুমিল্লা – Com
  • যশোর – Jes
  • রাজশাহী – Raj
  • সিলেট – Syl
  • দিনাজপুর – Din
  • ময়মনসিংহ – Mym
  • মাদরাসা – Mad
  • টেকনিক্যাল – Tec

নাম্বারসহ এসএসসি মার্কশিট ২০২২

নাম্বারসহ এসএসসি মার্কশিট পাওয়া যাবে এই লিংকে : https://eboardresults.com/v2/home অথবা, http://www.educationboardresults.gov.bd

সর্বশেষ

তাহলে আশা করি আপনাদের বুঝাতে পারলাম। কিভাবে অনলাইনে ও অপলাইনে পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম । ২৮ নভেম্বর বিকাল ৫ টার পর রেজাল্ট এর মার্কসিট সহ রেজাল্ট দেখা যাবে।

Leave a Comment